ভারতীয় পতাকার অবমাননা হতেই BSF-এর গুলিতে নিহত ফেলানির প্রসঙ্গ টেনে ‘খোঁচা’ কবীরের

fec-image

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাধিক ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি যেখানে দেখা যাচ্ছে পাপোষ হিসেবে সেখানে রাখা হয়েছে ভারতের পতাকা। আর সেটাকেই মাড়িয়ে যাচ্ছেন সবাই। এরপরই গর্জে উঠেছেন সকলে। পড়েছে ছি ছি রব। তবে অন্য পথে হেঁটে কী বার্তা দিলেন কবীর সুমন?

কী লিখলেন কবীর সুমন?

এদিন যখন বাংলাদেশের কাণ্ড নিয়ে উত্তাল দেশ, তখন কবীর সুমন তাঁর প্রতিবাদী কবিতায় মনে করিয়ে দিলেন ফেলানি খাতুনের কথা। ২০১১ সালে যে বাংলাদেশি কিশোরীকে BSF জওয়ানরা গুলি করে হত্যা করেছিল। সেই ফেলানির কথাই এদিন উঠে এল কবি-গায়কের কথায়। এই ঘটনার পর তিনি যে ‘ফ্ল্যাগহীন কোনও দেশ’ খুঁজে পাওয়ার আশা রাখেন সেই কথা জানাতেও ভুললেন না। যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন তাঁদের বিরোধিতা করে তকমা দিলেন উজবুকের।

কবীর সুমন তাঁর এই কবিতায় লেখেন, ‘কতগুলো উজবুক পতাকা মাড়ালো / বিজ্ঞরা তাই ব্লাড প্রেশার বাড়ালো। / পতাকার চেয়ে বড় ফেলানির বুক / সেটা তাক করেছিল কার বন্দুক। / কাঁটাতারে ঝুলছিল মেয়েটা আমার / দেশের বুলেট দেশপ্রেমের খামার। / কার দেশ কার ফ্ল্যাগ কার কাঁটাতার / কোথায় রইল ঝুলে ফেলানি আমার। / পরের জন্মে মেয়ে আমি আর তুমি / ফ্ল্যাগহীন কোনও দেশে খুঁজে পাবো ভূমি। / আমার সঙ্গে গান গাইবে তুমিও / গাইবে অন্য কোনও / জন্মভূমিও। পরের জন্মে যে ফেলানির বাবা হবে আর আবু সঈদের মতো ঘাতকের সামনে বুক পেতে দেবে। জয় ভালোবাসা।’

ভালোবাসার বার্তা কবীর সুমনের

আরও একটি কবিতায় কবীর সুমন তাঁর মনের কথা স্পষ্ট করে জানিয়েছেন যা বাংলাদেশ, সেটাই ভারত। তাঁর মতে পতাকার থেকে ভালোবাসা বড়। তাই তিনি প্রেমের গান গাওয়ার বার্তাই দিয়েছেন সকলকে।

কবীর সুমন তাঁর সেই পোস্টে লেখেন, ‘কোন পতাকায় লাথি দেয় কেউ / কোন পতাকায় ফুল / আমার প্রেমের পতাকা তোমার / এলোমেলো হওয়া চুল / পতাকায় নয় কিছুই শুরু / পতাকায় নয় শেষ / আমিই ভারতবর্ষ প্রিয়া / আমিই বাংলাদেশ / কারা করে কার অপমান প্রিয়া / কতগুলো উজবুক / আদরে আদরে এঁকে দেবো চলো / সবার দেশের মুখ / ভুলে যাই কেন একজন ক্রুশে / ঝুলেছেন একা একা / সকলের হয়ে, চলো প্রিয়তমা / যদি পাই তাঁর দেখা / তিনি বলবেন এসো হাত ধরো / শত্রুতা ভুলে যাও / পতাকার চেয়ে ভালবাসা বড় / প্রেমের গানটা গাও।’

সূত্র: হিন্দুস্তান টাইম

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন