ভারতে করোনায় ৬ জনের মৃত্যু, বাংলাদেশে সতর্কতা জারি

fec-image

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ আবারো বাড়তে শুরু করেছে। দেশটিতে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে বলে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

রবিবার (৮ জুন) ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৩৭৮ জন, এতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৬,১৩৩ জনে। গত ২৪ ঘণ্টায় ৭৫৩ জন সুস্থ হয়ে উঠেছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

শনিবার থেকে রবিবারের মধ্যে ৬ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে কর্ণাটকে দুজন, কেরালায় তিনজন এবং তামিলনাড়ুতে একজনের মৃত্যু হয়েছে।

কেরালা, গুজরাট, পশ্চিমবঙ্গ, রাজস্থান ও দিল্লিতে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে। কেরালায় ১৪৪ জন, গুজরাটে ১০৫ জন, পশ্চিমবঙ্গে ৭১ জন, গুজরাটে ২৪ জন এবং দিল্লিতে ২১ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ভারতে সুস্থ হয়ে ওঠা কোভিড রোগীর সংখ্যা রবিবার দাঁড়িয়েছে ৬ হাজার ২৩৭ জনে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশটিতে ৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২২ মে ভারতে সক্রিয় কোভিড রোগী ছিল ২৫৭ জন।

এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই সংক্রমণ এড়াতে দেশের সব নৌ, স্থল ও আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিংসহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

চলতি মাসের ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ সতর্কতা জারি করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ৬ জনের মৃত্যু, বাংলাদেশে শতর্কতা, ভারতে করোনা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন