ভারতে কারাতে প্রতিযোগিতায় বিজয়ের মালা হাতে বান্দরবানের ছেলে-মেয়েরা

fec-image

ভারতে অনুষ্ঠিত হয়ে গেলো ৭ম আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা।

কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দুদিনব্যাপী এ খেলায় এশিয়ার প্রায় ৬ হাজার খেলোয়াড় এবার অংশ নেয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ টিম থেকে ৩ কারাতেকা আন্তর্জাতিক এ খেলায় অংশ নেয়।

এশিয়ার বিভিন্ন দেশের কারাতেকাদের সাথে প্রতিযোগিতায় প্রাণপণ লড়াই করে বান্দরবানের শৈনাই মার্মা, মেসাইওয়ং মার্মা এবং মো. আব্দুল্লাহ আল নোমান।

প্রতিযোগিতায় ১৪-১৫ বয়সের ক্যাটাগরীতে স্বর্ণপদক জিতে নেন, বান্দরবানের শৈনাই মার্মা, ১৬-১৭ বয়সের ক্যাটাগরীতে কারাতেকা মেসাইওয়ং মার্মা স্বর্ণপদক জিতে তার ঝুলি ভারী করেন এবং পুরুষের ১৬-১৭ বয়সের ক্যাটাগরীতে মো. আব্দুল্লাহ আল নোমান স্বর্ণ জিতে বিদেশের মাটিতে বাংলাদেশের বান্দরবান জেলার নামটুকু অক্ষুণ্ন রাখতে তারা সক্ষম হয়েছেন।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা জানান, বাংলাদেশ কারাতে ফেডারেশনের মাধ্যমে ৩১ সদস্যের একটি টিম চ্যাম্পিয়ানশীপে অংশ নেয়। চ্যাম্পিয়ানশীপে বাংলাদেশ ৯টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ১০টি তাম্রসহ ২৫টি পদক অর্জন করে।

এতে বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল, ভুটান, ইরান, সৌদি আরব এবং স্বাগতিক ভারতের প্রায় ৬ হাজার খেলোয়াড় অংশগ্রহন করে। চ্যাম্পিয়ানশীপে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক ক্য শৈ হ্লা এবং সহ-সভাপতি মো. ইকবাল হোসেন খোকনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

অল ইন্ডিয়া সেশিনকাই শিতো-রিউ কারাতে-দো ফেডারেশন এ খেলার আয়োজন করে। হানশি প্রেমজিৎ সেনের অধীনে সবচেয়ে বড় কারাতে ইভেন্ট ৭ম আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়াশীপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ ।

গত ২৯ ও ৩০ জুলাই অনুষ্ঠিত হয় এ খেলা। টুর্নামেন্টের প্রথম দিন ২৯ জুলাই ক্যাডেট, জুনিয়র, সিনিয়র এবং মাস্টার ক্যাটাগরি অনুষ্ঠিত হয়। আর দ্বিতীয় দিন ৩০ জুলাই সাব-জুনিয়র ক্যাটাগরি ৫ বছর থেকে ১৩ বছর বয়সী খেলোয়াড়রা অংশ নেয়।

বাংলাদেশে ফিরে শনিবার (৫ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে খেলোয়াড়রা জানান, আমরা বিজয়ের সাথে পার্বত্য জেলা বান্দরবানের সুনাম ভারতের মাটিতে রেখে এসেছি। আশা রাখছি ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে অনুষ্ঠিত সকল অলিম্পিক গেমসের মধ্যে আমরা বান্দরবানের সুনাম ছড়িয়ে দিতে পারবো। এজন্য আমরা নিজেকে প্রস্তুত করছি। সকলের সার্বিক সহযোগিতা পেলে আমরা আরও এগিয়ে যাব এজন্য সকলের দোয়া ভালোবাসা ও আশীর্বাদ কামনা করছি ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন