ভারতে পুলিশের নির্যাতনে মুসলিম অটোচালক মারা গেছে


ভারতের হায়দ্রাবাদের রাজেন্দ্রনগর পুলিশের মারধরের শিকার হয়ে এক অটোরিকশা চালক মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম তেলাঙ্গানা টুডের জানা গেছে, গান্ডিপেটের বাসিন্দা মোহাম্মদ ইরফানকে (৩৫) তার স্ত্রী নিশাদ বেগমের অভিযোগের ভিত্তিতে থানায় ডেকে পাঠানো হয়। নিশাদ বেগমের অভিযোগ, তিনি অন্য এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে রয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইরফান থানায় যান এবং রাত সাড়ে ১০টা পর্যন্ত ভেতরে ছিলেন। তার ভাই মোহাম্মদ সাদিকের অভিযোগ, ইরফানকেথানায় মারধর করা হয়েছে।
ওসমানিয়া জেনারেল হাসপাতালে সাংবাদিকদের সাদিক বলেন, ‘থানায়, আমার ভাইয়ের স্ত্রী পুলিশকে তাকে মারধর করতে বলেন। তার নির্দেশে পুলিশ আমার ভাইকে রাবার বেল্ট দিয়ে মারধর করে। তার চিৎকার শুনে আমরা দ্রুত ভবনে ঢুকে পড়ি কিন্তু পুলিশ দরজায় আমাদের থামিয়ে দেয়, আমাদের ভেতরে ঢুকতে অনুমতি দেয়নি। ’
তিনি বলেন, ‘এক ঘন্টা পরে ইরফান থানা থেকে বেরিয়ে এসে বমি করতে শুরু করে এবং মাটিতে পড়ে যায়। আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই যেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ’
ঘটনার পর, পুলিশ নিশাদ বেগমের কাছ থেকে অভিযোগ গ্রহণ করেছে। জানা গেছে, ইরফান অন্য একি নারীর সঙ্গে সম্পর্ক রেখেছিল যার ফলে ঝামেলা শুরু হয়।
রাজেন্দ্রনগর পুলিশ বিএনএনএস আইনের ১৯৪ ধারায় মামলা দায়ের করেছে এবং তদন্ত করছে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের মন্তব্য পাওয়া যায়নি।