ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

fec-image

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের আদালত সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শাপলা চত্বর ঘুরে ফের আদালত সড়কে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যে রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকু।

সমাবেশে বক্তারা আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয়ে হামলার জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে বলেন, আমরা গণঅভ্যুত্থান ঘটিয়েছি দিল্লির দাদাদের দাদাগিরি করার জন্য না। একটা সভ্য দেশের মানুষ কখনও অন্য দেশের দূতাবাসে হামলা করতে পারে না। তারা আমাদের পার্শ্ববর্তী দেশ। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক প্রতিবেশী রাষ্ট্রের মতো হবে।

বক্তারা ষড়যন্ত্র করে আর কখনো ফ্যাস্টিট শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করা যাবে না এমন হুশিয়ারি করে বক্তারা বলেন, আমরা সবাই বাংলাদেশি। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। ভারত বাংলাদেশের দূতাবাসে হামলা করে এক নগ্ন ইতিহাস রচনা করেছে। ভিয়েনা কনভেনশনের বিপরীতে গিয়ে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ভারত সরকারকে তাদের এমন নির্লজ্জ আচরণের জন্য বাংলাদেশের মানুষ এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর কাছে ক্ষমা চাইতে হবে।

যে ভারতে সংখ্যালঘুরা নিরাপদ নয়, ধর্মীয়, সামাজিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, আক্রমণ ও হত্যার স্বীকার হয়- তারাই কি না আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রশ্ন তুলছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, সহ-কোষাধ্যক্ষ জহির আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন মীরু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম, সহ-সাধারণ সম্পাদক নিয়াজ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবুল কাশেম, সদস্য আলাউদ্দিন আলো, জেলা পরিষদ সদস্য সাইথোপ্রু মারমা, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক বাপ্পী দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল দেওয়ান ও সহ-আইন বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম প্রমুখ

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন