parbattanews

ভারত ও মিয়ানমার বিমান বাহিনীর যৌথ মহড়া

ভারত ও মিয়ানমারের বিমানবাহিনী এই প্রথমবারের মতো যৌথ মহড়া চালিয়েছে। হিউম্যানিটারিয়ান অ্যান্ড ডিজাস্টার রিলিফ (এইচএডিআর) নামের এই মহড়া বৃহস্পতিবার ভারতের বামাউলি বিমান ঘাঁটিতে শেষ হয়েছে।

মহড়ার শেষ দিনে অংশগ্রহণকারীরা এমআই-১৭ হেলিকপ্টারের সাহায্যে কোন দুর্যোগ কবলিত এলাকা থেকে লোকজন সরিয়ে নেয়ার লাইভ ডেমনেস্ট্রেশ প্রদর্শন করে। আইএএফ মিয়ানমার বিমানবাহিনীর টিমকে হতাহত সরিয়ে নেয়া ও যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার নিয়ম দেখায়, যা এই মহড়ার গুরুত্বপূর্ণ অংশ।

সমাপনী অনুষ্ঠানে এয়ার কমোডর সুরেশ বলেন যে, তিনদিনের মহড়ায় অংশগ্রহণকারীরা এইচএডিআর অপারেশনের অভিন্ন কর্মপদ্ধতিগুলো বুঝতে পেরেছেন।

পরস্পরের সেরা অনুশীলনগুলো থেকে অংশগ্রহণকারীরা শিখেছে। তারা যোগাযোগ ও আইটি সামর্থ্ বিনিময় করেছেন।

সূত্র:  South Asian Monitor

Exit mobile version