parbattanews

ভারত প্রথম সাবমেরিন সরবরাহ করতে যাচ্ছে মিয়ানমারে 

মিয়ানমার এই প্রথমবারের মতো সাবমেরিন পরিচালনা করতে যাচ্ছে।পাশাপাশি সাবমেরিন পরিচালনা ও রক্ষাণাবেক্ষণের জন্য মিয়ানমার নৌবাহিনীকে এই প্রশিক্ষণ দিবে ভারত।

ভারতীয় নৌবাহিনীর সার্ভিসে থাকা কিলো-ক্লাস ডিজেল ইলেকট্রিক সাবমেরিন আইএনএস সিন্দুবীর মিয়ানমার নৌবাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তুতিও নিচ্ছে নয়া দিল্লি। তবে সাবমেরিনটি লিজ হিসেবে নাকি স্থায়ীভাবে দেয়া হচ্ছে তা পরিষ্কার নয়।

১৯৮৮ সালে ভারতীয় নৌবাহিনীতে সিন্ধুবীর কমিশন করা হয়। এটা ছিলো ১১তম সাবমেরিন স্কোয়াড্রনের অংশ এবং এর ঘাঁটি ছিলো বিশাখাপট্টম।

সাবমেরিনটি নতুন করে সংস্কার করা হয়েছে এবং ২০১৭ সালের আগস্ট থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এ কাজ করেছে রাষ্ট্রায়ত্ব হিন্দুস্তান শিপইয়ার্ড লি.।

Exit mobile version