parbattanews

ভারুয়াখালীর ত্রাস জয়নাল পুলিশের হাতে গ্রেফতার

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:
কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের ত্রাস, বহু অপকর্মের হোতা, পুলিশের উপর হামলাকারী, বয়োবৃদ্ধ আব্দুল হাকিমকে হত্যার চেষ্টাকারী অর্ধ ডজন মামলার পলাতক আসামি জয়নাল উদ্দীন (৪০) কে গ্রেফতার  করেছে পুলিশ।
তার গ্রেফতারের সংবাদে স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কয়েকটি এলাকায় মিষ্টি বিতরণের খবরও পাওয়া গেছে। গ্রেফতার হওয়া জয়নাল ৮নং ওয়ার্ডের ননামিয়া পাড়া এলাকার মৃত ছৈয়দের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জয়নালের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারী ফরোয়ানা জারী ছিল। দীর্ঘদিন ধরে পলাতক জীবন যাপন করে আসছিল সে। বুুুুধবার(২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মিনহাজ মাহমুদ ভুঁইয়ার নেতৃত্বে তদন্ত কেন্দ্র ও সদর মডেল থানা পুলিশের কয়েকটি টিম পৃথক টিম গঠন করে যৌথ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ননামিয়ার পাড়াস্থ তার গোপন আস্তানা থেকে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
Exit mobile version