আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বান্দরবানের থানচি উপজেলা বিএনপি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপজেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের সদস্য খামলাই ম্রোর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সহসভাপতি ও বলিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ক্যসাউ হেডম্যান, সদর ইউপি বিএনপির সভাপতি আবদুল নোমান, নির্বাহী সদস্য মংসাগ্য মারমা, উচমং মারমা, যুবদলের সভাপতি মংসিংহাই মারমা, তিন্দু ইউনিয়ন বিএনপির সভাপতি শৈবাথোয়াই মারমা, বলিপাড়া বিএনপি নেতা মংসিংউ মারমা, উবানু মারমা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জওয়াইপ্রু মারমা, হাকুরাম ত্রিপুরা, লাপ্রা ত্রিপুরা, আবদুল কুদ্দুস মেম্বারসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপজেলা বিএনপির সভাপতি খামলাই ম্রো। তিনি বলেন, “ইতিহাসের একটি বিরল অধ্যায় হলো ভাষার জন্য জীবন দেওয়া। প্রায় ১৬ বছর আমরা ফ্যাসিবাদের করাল গ্রাসে মত প্রকাশের স্বাধীনতা হারিয়েছিলাম। শহীদ আবু সাঈদসহ যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ তখনই স্বার্থক হবে, যখন আমরা একটি সুন্দর, উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমরা ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করছি।”