প্রকাশিত সংবাদের সাথে
ভিন্নমত পোষন করলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা
চাকুরি প্রলোভন দেখিয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়া সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনে (দুদুক) দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে পার্বত্য নিউজে প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষন করেছেন, খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা।
তিনি শনিবার প্রেরিত এক প্রতিবাদ লিপিতে বলেন, দুর্নীতি দমন কমিশনে (দুদুক) সির লক্ষ্মী ত্রিপুরা আমাকে জড়িয়ে চাকুরি প্রলোভন দেখিয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়া অভিযোগ এনেছেন। যা পার্বত্য নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে আমার সুনাম ক্ষুন্ন হয়েছে। প্রকৃত পক্ষে এ ঘটনার সাথে আমি কোনভাবে জড়িত না। একটি মহল হীন উদেশ্যে এ কাজ করেছে।
তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান।
ঘটনাপ্রবাহ: উপজেলা, উশ্যেপ্রু, গুইমারা
Facebook Comment