ভিপি নূর ছিলেন চার ঘণ্টা অবরুদ্ধ

fec-image

পটুয়াখালীর গলাচিপা ও দশমিনায় বিএনপি ও গণ অধিকার পরিষদের পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষের কারণে উপজেলা প্রশাসন শুক্রবার সকাল ৮টা থেকে ১৪৪ ধারা জারি করেছে। এই আদেশ রবিবার সকাল ৮টা পর্যন্ত বলবৎ থাকবে।

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গলাচিপার চর বিশ্বাস এলাকায় দুই দলের সংঘর্ষে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। এরপরই গলাচিপার বকুলবাড়িয়া বাজারে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর (ভিপি নূর) চার ঘণ্টা অবরুদ্ধ থাকেন। পরে রাত ৩টার দিকে তিনি গলাচিপা শহরে পৌছান এবং বর্তমানে তিনি ডাকবাংলোয় অবস্থান করছেন।

বৃহস্পতিবার রাতে সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর, হামলা ও অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্কে আছে সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী।

ভিপি নূর বলেছেন, ‘আমাকে অবরুদ্ধ করে রেখেছিল বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা।’ তিনি আজ বিকেলে গলাচিপায় সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন।

এদিকে প্রশাসনের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে বিএনপি তাদের কর্মসূচি স্থগিত করেছে। বিএনপির নেতা হাসান মামুন বলেন, ‘চর বিশ্বাসে গণ অধিকার পরিষদের হামলায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ। আমরা শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন