parbattanews

ভিসি অপসারণের দাবিতে পিবিসিপি’র মানববন্ধন

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রদানেন্দু বিকাশ চাকমার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ নামে একটি আঞ্চলিক সংগঠন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, পার্বত্য নাগরিক পরিষদের আহ্বায়ক বেগম নূর জাহান ,  সম-অধিকার নেতা এড. আবছার আলী, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলার আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিষ্ঠানটি নতুন অথচ ভিসি করা হয়েছে প্রতিষ্ঠান বিরোধী মতাদর্শের ব্যক্তিকে। তাছাড়া একজন ভিসি যতটুকু দক্ষতা সম্পূর্ণ হওয়ার দরকার তার ধারে কাছে নাই এই বিতর্কিত ব্যক্তিটি। ভিসি প্রদানেন্দু বিকাশ চাকমার মেয়াদ শেষ আমরা নতুন দক্ষ ভিসি চাই, হোক সে বাংলাদেশের যে কোন প্রান্তের বাসিন্দা।

বক্তারা আরো বলেন, এই অযোগ্য ভিসির মেয়াদ যদি বৃদ্ধি করা হয় তবে আবারও রাঙ্গামাটির শিক্ষানুরাগী সর্বস্তরের জনগণ রাজপথে নামতে বাধ্য হবে বলেও হুঁমিয়ারি দেন মানববন্ধন থেকে।

মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Exit mobile version