ভূরুঙ্গামারীতে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক


কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৭ অক্টোবর) ভোরে উপজেলার বলদিয়া ইউনিয়নের আমতলা এলাকায় কচাকাটা–ভূরুঙ্গামারী সড়কের পাশে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের দেখে বিজিবিকে খবর দেয়। পরে সোনাহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
আটকদের মধ্যে রয়েছেন চারজন পুরুষ, দুইজন নারী এবং পাঁচজন শিশু-কিশোর। তাদের মধ্যে পরিচিতি পাওয়া গেছে—রবিউল ইসলাম (২৪), রাজিয়া বেগম (২১), আমিনা বেগম (৩৫), শফিউল্লাহ (১৮), নুরনবী (১৫), আব্দুল আজিজ (১৫), রিফা খাতুন (৯), নুর সাহিদা (আড়াই বছর), আবু (৭), সাফা (৬) ও ইমান আলী ও ইসমাইল আজাদ (৪৮)।
স্থানীয়দের ধারণা, তারা আগের রাতে ভারতের খুটামারা সীমান্তের ১০১১ নম্বর পিলার এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। একটি সূত্র জানায়, তারা এক বছর আগে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে কুমিল্লা সীমান্ত হয়ে ভারতে ঢুকেছিল।
২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক জানান, আটকদের দেয়া ঠিকানা যাচাই করে সেগুলো সঠিক পাওয়া যায়নি। পরে তাদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা রোহিঙ্গা। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

















