parbattanews

ভূষণছড়া গণহত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

রাঙ্গামাটির ভূষণছড়ায় সংগঠিত গণহত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মে) সকালে শহরের শাপলা চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন থেকে বক্তারা ভূষণছড়া গণহত্যাসহ সকল গণহত্যার বিচার, নির্দেশদাতা সন্তু লারমাকে গ্রেফতারপূর্বক শাস্তি নিশ্চিত করাসহ পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানানো হয়।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যক্ষ আবু তাহের, জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি তাহেরুল ইসলাম সোহাগ, সহ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মুহাম্মদ লোকমান হোসাইন, শাহাদাত হোসেন কাইস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পাহাড়ে একের পর নৃশংস হত্যাকান্ড সংগঠিত হলেও দীর্ঘ বছরেও তার বিচার হয়নি। আঞ্চলিক দলগুলোর অব্যাহত খুন, অপহরণ, চাঁদাবাজির কারণে সবাই আতঙ্কের মধ্যে বসবাস করছে। ১৯৮৪ সালের এই দিনে রাঙ্গামাটির বরকল উপজেলার ভূষণছড়ায় সন্তু লারমার শান্তিবাহিনী কর্তৃক গণহত্যা সংগঠিত হলেও এখনো তার বিচার পাইনি।

Exit mobile version