ভেন্যু বদলে যমুনা ফিউচার পার্কে ‘জাল’
আয়োজনটি ছিলো শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উন্মুক্ত আকাশের নিচে। কিন্তু দিনভর বৃষ্টিতে সব আয়োজন বানচাল হয়ে গেলো। এদিন যথাসময়ে মঞ্চে উঠলো না পাকিস্তান থেকে ১৪ বছর পর ঢাকায় আগত ব্যান্ড ‘জাল’।
তবে প্রাকৃতিক এই গোলযোগ থেকে দ্রুতই নিজেদের সামলে নিয়েছে আয়োজক পক্ষ। গতকাল দুপুরেই কনসার্ট স্থগিতের খবর জানিয়েছেন শ্রোতাদের। সন্ধ্যায় বলেছেন, কনসার্টের নতুন ভেন্যু ও তারিখ।
আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন জানায়, কনসার্টটি অনুষ্ঠিত হবে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে। এর আগে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাজধানীর পূর্বাচল তিনশ’ ফিট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের আয়োজনের সব সম্পন্ন ছিল। কিন্তু অপ্রত্যাশিত প্রাকৃতিক বিপর্যয় সকল কার্যক্রমকে স্থগিত করে দেয়। আজকের বৃষ্টি অত্যধিক মাত্রায় ছিল, তাতে সবকিছু পণ্ড হয়ে যায়। সময়ের এতটাই স্বল্পতা ছিল যে, সব গুছিয়ে নিতে একটু সময় লেগেছে। আশা করা যাচ্ছে, লিজেন্ডস অব ডেকেডস শনিবার জমে উঠতে যাচ্ছে।’
এই কনসার্টে ‘জাল’ ছাড়াও মঞ্চে কামব্যাক করবেন দেশের বেজবাবা সুমন ও অর্থহীন। এবং প্রতিষ্ঠার ২৭ বছর উদযাপন করবেন ভাইকিংস সদস্যরা।