ভোজ্যতেলের দাম অমীমাংসিত রেখেই সমাপ্ত বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক

ভোজ্যতেল নিয়ে বৈঠকে দাম নির্ধারণ না হওয়ায় অমীমাংসিত অবস্থায় শেষ হলো বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক। ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনাসংক্রান্ত সভা হয়।

রোববার (৬ এপ্রিল) সভা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের ব্রিফ করার কথা ছিল।

আমদানিকারক ও সরবরাহকারী মিল মালিক এবং সরকারের মধ্যে দাম নিয়ে মতৈক্য না হওয়ায় অমীমাংসিত অবস্থায় শেষ হয় বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক। ভোজ্যতেল আমদানিতে শুল্ক রেয়াত গত ৩১ মার্চ উঠে যায়।

এ কারণে ভোজ্যতেলের দাম বোতলজাত লিটারে ১৮ টাকা এবং খোলা ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব করেন পরিশোধনকারী মিল মালিকেরা। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের কাছে দাম বাড়ানোর জন্য ঈদের আগে আবেদন করেন তাঁরা।

মিল মালিকদের প্রস্তাবিত দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হওয়ার কথা ১৯৩ টাকা, যা বর্তমানে ১৭৫ টাকা। আর খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারপ্রতি হবে ১৭০ টাকা, যা বর্তমানে ১৫৭ টাকা। অর্থাৎ বোতলজাত তেলে লিটারে ১৮ টাকা এবং খোলা সয়াবিন ও পাম তেলে ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তাঁরা।

আগামী ১ এপ্রিল থেকে নতুন দাম কার্যকর করার প্রস্তাব দিয়েছিলেন মিল মালিকেরা।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষে নুরুল ইসলাম মোল্লা ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের কাছে এ বিষয়ে লিখিত আবেদন করেন।

বোতলজাত সয়াবিনের দাম সর্বশেষ গত ৯ ডিসেম্বর বাড়ানো হয়েছিল। তখন লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা। আর খোলা সয়াবিন ও পাম তেলের লিটার ১৫৭ টাকা।

রোজার আগে দাম সহনীয় রাখতে গত বছরের নভেম্বর–ডিসেম্বরে কয়েক দফায় ভোজ্যতেল আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট ছাড় দেয় সরকার।

পরে এই সুবিধার মেয়াদ বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়। অবশ্য ভোজ্যতেলের দাম সহনীয় রাখতে আমদানি পর্যায়ের শুল্ক–কর রেয়াত ৩০ জুন পর্যন্ত বাড়ানোর দাবি করেছিল বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।

এ অবস্থায় ঈদের ছুটি শুরুর আগে দাম বাড়ানোর দাবি সরকারকে জানায় ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠন।

Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন