parbattanews

পেকুয়ায় ভ্রাম্যমান আদালতে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের পেকুয়ায় ভ্রাম্যমান আদালতে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় পেকুয়া কলেজ গেইট চৌমুহনী ষ্টেশনে সহকারি কমিশনার (ভুমি) মীকি মার্মা অভিযান পরিচালনা করেন।

এ সময় ট্রেড লাইসেন্স না থাকায় ওসমান গনির মালিকানাধীন মেসার্স করিম এন্টারপ্রাইজ চাউলের দোকানকে ১ হাজার টাকা, হামিদ উল্লাহ’র হোসাইন ফুডস কর্ণারকে ৫শত টাকা, ওসমান গনির করিম স্টোর মুদির দোকানকে ১হাজার টাকা, মঈন উদ্দিনের আল্লাহ’র দান ঝাল বিতান এন্ড ভাতঘরকে ১ হাজার টাকা, আব্দুল হাকিমের উপকুলীয় নিশাত কম্পিউটার ফটোস্ট্যাট এন্ড ষ্টেশনারী দোকানকে ৫শত টাকা ও জমির উদ্দিনের জে,বি কম্পিউটার দোকানকে ৫শত টাকা জরিমানা করা হয়।

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মীকি মার্মা জানায়, দোকানে ট্রেড লাইসেন্স না থাকায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ৩৮ ধারা মতে ও আব্যশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন,১৯৫৬, ৩ এর (ছ) ধারা মতে ভ্রাম্যমান আদালতে আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।

Exit mobile version