parbattanews

মংপু মারমার মুক্তির দাবিতে রুমায় চলছে অবরোধ

Exif_JPEG_420

রুমা প্রতিনিধি:

আওয়ামী লীগের নেতা অপহৃত মংপু মারমা ছয় দিনে তার কোনো হদিস নেই। তাকে জীবিত অবস্থায় মুক্তির দাবিতে দ্বিতীয় দফা রোববার থেকে আবারও সড়ক ও নৌপথ সকাল সন্ধ্যা লাগাতার অবরোধ কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ।

সকাল থেকে উপজেলার বিভিন্ন সড়ক ও নৌপথ ব্লক করে দেয় অবরোধকারিরা। বাজার প্রাথমিক বিদ্যালয় সামনে রুমা বাজার প্রবেশ দ্বার, জাইঅ পাড়া ও লালদুসাং বাড়ির এলাকা, বড়ুয়া পাড়ায় রাস্তা, খক্ষ্যংঝিড়ি এলাকা, সদরঘাট এলাকা ও থানা পাড়ার রাস্তায় আঁড়াআঁড়ি গাছ রেখে যান চলাচল বন্ধ করে দেয়। পিকেটারা বেথেল পাড়া রাস্তার মোড়ে টায়াল জ্বালিয়ে রাস্তা বন্ধ করে যান চলাচল প্রতিবন্ধকতা তৈরি করে।

উল্লেখ্য, বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও রাজবিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য মংপু মারমাকে জামছড়ি মুখ পাড়া থেকে গত ১৩ জুন গভীর রাতে অস্ত্রধারী একদল তাকে অপহরন করে নিয়ে যায়। তার মুক্তির দাবিতে প্রথম দফা গত বুধ ও বৃহস্পতিবার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন।

Exit mobile version