মঙ্গলবার থেকে ১৮ দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতাল
ঢাকা: আটক নেতাকর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ২৩ ও ২৪ এপ্রিল দেশব্যাপী ৩৬ ঘণ্টার হরতাল আহ্বান করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।
একই দাবিতে ২৭ এপ্রিল দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। রবিবার বিকাল ৫টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এর আগে বিকাল সাড়ে ৪টায় দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গণির সভাপতিত্বে জোটের মহাসচিবদ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে আন্দোলন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা, জামায়াতে ইসলামীর মজলিশে শুরা সদস্য প্রকৌশলী গোলাম মোস্তফা, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়েজুল্লাহ, খেলাফত মজলিশের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের, বাংলাদেশ জাতীয় পাটির্র সভাপতি মণ্ডলীর সদস্য সালাহউদ্দিন মতিন প্রভাষ, ন্যাশনাল ডেমোক্রেটিক পাটির্র মহাসচিব আলমগীর মজুমদার, পিপলস পাটির্র মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া,লেবার পাটির্র মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি, মুসলিম লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, কল্যাণ পাটির্র মহাসচিব আবদুল মালেক চৌধুরী, ইসলামিক পাটির্র মহাসচিব আবদুর রশীদ প্রধান, পিপলস লীগের মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, লিবারেল ডেমোক্রেটিক পাটির্র সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, গণতান্ত্রিক পাটির্র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, ডেমোক্রেটিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস বৈঠকে অংশ নেন।
উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে জামিন দেয়া হলেও বাকি নেতাদের জামিন নামঞ্জুর করা হয়।