মণিপুরে নতুন সহিংসতায় নিহত ৩, আহত ৮
ভারতের মণিপুরে নতুন করে সহিংসতায় ২ জন নিহত হয়েছেন। রাজ্যের কুকি-জোমি অধ্যুষিত চুরাচাঁদপুর এবং মেইতি-অধ্যুষিত বিষ্ণুপুর জেলার সীমান্তে নতুন করে ছড়িয়ে পড়া তীব্র সহিংসতায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৮ জন আহত হন।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ আগস্ট) ভোর ৫টা নাগাদ ওই এলাকায় গোলাগুলি শুরু হয়। এর আগে ১৮ আগস্ট তারিখে ওই রাজ্যের কামজং জেলায় তীব্র সংঘাতের ফলে পাঁচজন মারা গিয়েছিল। এ ঘটনার ঠিক ১১দিন পরে আবারও মণিপুরে তীব্র সহিংসতা ছড়িয়ে পড়েছে।
নিহতদের মধ্যে একজন কুকি-জোমি সম্প্রদায়ের। তিনি চুরাচাঁদপুর জেলার খৈরেন্টক এলাকায় মারা যান।
তবে মঙ্গলবার রাতে চুরাচাঁদপুরের এসপি বলেছেন, নিহত ব্যক্তি বন্দুকের গুলিতে মারা গেছেন, নাকি বিস্ফোরণে মারা গেছেন- তা স্পষ্ট নয়।
নিহত আরেক ব্যক্তিকে এখনও শনাক্ত করা যায়নি। তাকে ইম্ফলের শিজা হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। আঘাতজনিত কারণে তার মৃত্য হয়।
মঙ্গলবারের সহিংসতায় মোট আটজন আহত হয়েছেন এবং তাদের ইম্ফলের বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার ভারতীয় পুলিশ আরও জানিয়েছে, তারা বিষ্ণুপুর ও থৌবাল জেলার সংবেদনশীল এলাকায় অনুসন্ধান অভিযানের সময় একটি বন্দুক, ২০টি কার্তুজ এবং সাতটি বিস্ফোরক উদ্ধার করেছে। সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস