লামায়

মদপানে ট্রাক ড্রাইভারের মৃত্যু

লামা পৌরসভার লাইন ঝিরি এলাকায় অতিরিক্ত মদ পানে নুরুল আলম (৩৩) নামক এক ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়েছে। সে পৌরসভার লাইন ঝিরি এলাকার মো. হারুন এর ছেলে। মদ পান করে অসুস্থ হয়ে পড়লে লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাকালীন সময়ে তার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য তার মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার রাতে অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়লে নুরুল আলম (৩৩) কে লামা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময়ে তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার জানিয়েছেন, অতিরিক্ত মদ পানের কারণে তার মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় আত্মীয় স্বজন উন্নত চিকিৎসার জন্য তাকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার মৃতদেহ চকরিয়া পুলিশকে হস্তান্তর করেন।
লামা থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, ময়না তদন্ত রিপোর্ট আসার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাপ্রবাহ: চকরিয়া, মৃত্যু, লামা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন