parbattanews

কাপ্তাইয়ে চোলাই মদ‘সহ একজন আটক

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে ১‘শ লিটার চোলাই মদসহ একজনকে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ।

সোমবার(৩১ আগস্ট) সকাল ৬ টায় কাপ্তাই লগগেইট এলাকা হতে অভিনব কায়দায় পাচার করার সময় ১‘শ লিটার চোলাই মদ সহ একজন আটক করা হয়েছে। যার আনুমালিক মূল্য ৫০ হাজার টাকা।

আটককৃত ব্যক্তি কাপ্তাই লগগেইট এলাকায় এই চোলাই মদ চট্রগ্রামে পাচার করার উদ্যোশে সেখানে গাড়ীর জন্য অপেক্ষা করছিলেন বলে জানা যায়।

আটককৃত ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম(৬০) প্রকাশ আলি আহমেদ, পিতা. মৃত গোলাম মোকাদ্দেছ চৌধুরী, তার বাড়ি বাঁশখালী উপজেলার ৪ নং বাহারছড়া ইউনিয়নে চাপাছড়ি গ্রামে।

কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন এর নির্দেশে থানার এসআই মো. খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স সহ এই অভিযান পরিচালনা করেন।

এ সময় ৫ টি কুড়ার বস্তার মধ্যে অভিনব কায়দায় প্রতিটিতে ২০ লিটার করে সর্বমোট ১০০ লিটার চোলাই মদ লুকিয়ে রাঙ্গামাটি সদর হতে বোটে করে জীবতলি ঘাটে এনে কাপ্তাই লগগেইট হয়ে চট্রগ্রামে পাচার করার উদ্যোশে নেওয়া হচ্ছিল বলে কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান।

এ বিষয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কাপ্তাই থানার এসআই খলিলুর রহমান বাদি হয়ে কাপ্তাই থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। আটককৃত ব্যক্তিকে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version