parbattanews

মধুচন্দ্রিমার পর নতুন চুক্তি করবেন মেসি

পার্বত্যনিউজ ডেস্ক:

কৈশোরের প্রণয়কে পরিণয়ে রূপান্তর করেছেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি। গত শুক্রবার দীর্ঘদিন একসঙ্গে থাকার পর বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে স্থায়ী বসবাসের চুক্তি (বিয়ে) সেরেছেন তিনি।

শিগগিরই আরও একটি চুক্তি  সারতে চান তিনি। তবে সেটা আর রোকুজ্জোর সঙ্গে নয়, তার ক্লাব বার্সেলোনার সঙ্গে।

গোল ডটকমের খবরে বলা হয়েছে, রোকুজ্জোর সঙ্গে মধুচন্দ্রিমা কাটানোর পরেই চলতি মাসের মাঝামাঝিতেই আরও তিন বছরের জন্য বার্সার সঙ্গে চুক্তি করবেন মেসি। কারণ আগামী ২০১৮ সালেই বার্সার সঙ্গে তার চলতি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।

নতুন চুক্তি অনুসারে ২০২১ সাল পর্যন্ত বার্সায় খেলবেন এই আর্জেন্টাইন তারকা। এছাড়া চুক্তিতে অতিরিক্ত এক বছর  মেয়াদ সম্প্রসারণের কথা উল্লেখ থাকবে।

গোল ডটকম বলছে, নতুন চুক্তির পর করের অর্থ পরিশোধ করেও বার্ষিক ২ কোটি ২০ লাখ ইউরো পাবেন মেসি।

উল্লেখ, ২০০৪ সালে বার্সেলোনার সিনিয়র দলে অভিষেক হয় লিওনেল মেসির। কাতালান ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৬১৫ ম্যাচে ৫১৮ গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। ন্যু-ক্যাম্পের দলটির হয়ে ৮টি লা লিগা এবং ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ ৩০টি শিরোপা জয় করেছেন মেসি।

Exit mobile version