মধ্যরাতে সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ইকো-রিসোর্ট পুড়ে ছাই, লাখ টাকার ক্ষতি


মধ্যরাতে সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ইকো-রিসোর্ট সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুধবার (১৫ জানুয়ারি) মধ্য ভোর রাত ২ টারদিকে আগুনের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সাইরী ইকো রিসোর্টের রিসেপশনে মাল্টিপ্লাগ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। রাত ২টার দিকে আগুন ছড়িয়ে পড়লে বাতাসের প্রবল গতিবেগে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
স্থানীয় সুত্রে জানা গেছে,সেন্টমার্টিনের গলাচিপা নামক এলাকার সাইরী ইকো রিসোর্টের রিসিপশন থেকে হঠাৎ করে আগুনের সুত্রপাত হয়ে বাতাসের গতিবেগ থাকায় দাউ দাউ করে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ আগুনে বীচ ভ্যালী ইকো রিসোর্ট এবং কিংশুক ইকো রিসোর্টও ভস্মীভূত হয়ে যায়।
কাঠ আর বাঁশ দিয়ে তৈরি বীচ ভ্যালী ইকো রিসোর্টে আগুণ লাগার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে পুড়ে ছাই হয়ে যায়।
এক পর্যায়ে বীচ ভ্যালীসহ পাশের কিংশুক ইকো রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়।
দ্বীপের স্থানীয় জনগন, আগত পর্যটক, বিজিবিসহ যৌথ বাহিনির প্রাণপণ ২ ঘন্টার চেষ্টায় ভোর রাত ৪ টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আসে।
কিংশুক ইকো রিসোর্টে স্বত্বাধিকারী সরওয়ার বলেন, আমার চোখের সামনে তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের প্রতিষ্ঠানটি পুড়ে ছারখার হয়ে সবকিছু নিমিষেই শেষ হয়ে গেছে।
সেন্টমার্টিনের সংবাদকর্মী আবদুল মালেক জানান- বাতাসের গতিবেগ বেশি থাকায় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং রিসোর্টগুলো পুড়ে ছাই হয়ে যায়। এতে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।