মন্দির পরিচালনা কমিটির সঙ্গে চন্দ্রঘোনা থানার ওসির আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

fec-image

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ও চিৎমরম ইউনিয়ন এবং রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের বিভিন্ন মন্দিরের পরিচালনা কমিটি সঙ্গে মতবিনিময় সভা করেছেন চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম।

বুধবার (১৪ আগস্ট) সকালে থানাতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় ওসি আনছারুল করিম গণমাধ্যমকে বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সংখ্যালঘুদের ঘর-বাড়ি ও মন্দিরে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে থানা এলাকার সকল মন্দিরের সভাপতি, সম্পাদক সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

এসময় মন্দির কমিটির প্রতিনিধিরা জানান, কাপ্তাই থানার রাইখালী ও চিৎমরম ইউনিয়ন এবং রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে কোথাও কোন মন্দিরে বা কোন সংখ্যালঘু সম্প্রদায়ের কোন সম্পত্তিতে হামলার কোন ঘটনা ঘটেনি। দিন ও রাতে সার্বক্ষণিক যেকোনো প্রয়োজনে থানায় যোগাযোগ কারার জন্য বলা হয়েছে। এসব এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

মতবিনিময় সভায় রাজস্থলী উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান ও বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, চিৎমরম মা সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন