parbattanews

মশাল মিছিলে  অবিলম্বে পার্বত্য ভূমি আইনের সংশোধনী বাতিলের দাবী, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারী

ByDw& copy

নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য ভূমি কমিশন সংশোধনী আইন বাতিলের দাবীতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদরে মশাল মিছিল করেছে পাহাড়ের অধিকার হারা বাঙ্গালীদের একটি আঞ্চলিক সংগঠন। বুধবার সন্ধ্যায় ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তবলছড়ি মোড় চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মো. লোকমান হোসেন, মাটিরাঙ্গা উপজেলার শাখার সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন লিটন, পৌর আহবায়ক মো. জালাল হোসেন প্রমূখ।

বক্তারা অবিলম্বে পার্বত্য ভূমি কমিশন সংশোধনী আইনের সংশোধনী বাতিলের দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচীর ঘোষনা করারও হুশিয়ারী দেন বক্তারা। এসময় জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ মাটিরাঙ্গা উপজেলার সর্বস্তরের বাঙ্গালী জনসাধারন উপস্থিত ছিলেন।

Exit mobile version