আপডেইট

মসজিদ থেকে ডেকে বান্দরবানে নওমুসলিমকে হত্যা করলো পাহাড়ী সন্ত্রাসীরা

fec-image

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে এবার প্রাণ হারিয়েছে নওমুসলিম এক বাসিন্দা।

শুক্রবার (১৮জুন) রাতে জেলার রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ১৭কি:মি দূরে সদর ইউনিয়নের ৩নং ওয়াডের তুলাছড়ি পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম মোঃ ওমর ফারুক বয়স ৫৪।ইসলাম ধর্ম গ্রহণের আগে তার নাম ছিলো পূর্ণচন্দ্র ত্রিপুরা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেন। এজন্য একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ  তাকে দীর্ঘদিন যাবৎ হুমকি দিয়ে আসছিল।

সূত্রে আরও জানা যায়, রাতের বেলা নামাজ পড়তে যাওয়ার সময় সন্দেহভাজন কিছু লোক তাকে জঙ্গলের ভিতরে যাওয়ার জন্য বললে তখন তিনি ভয়ে জঙ্গলের দিকে না গিয়ে মসজিদের দিকে এগিয়ে যেতে চেষ্টা করে । তখন দূর থেকে জঙ্গলে লুকিয়ে থাকা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ তাকে গুলি করে । তখন তিনি তৎক্ষণাৎ মাটিতে পড়ে । পরে এলাকাবাসী ও প্রশাসনের সহায়তায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত উদ্ধার করা হয়।

এ বিষয়ে রোয়াংছড়ি সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোহাম্মদ তৌহিদ কবিরের সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে নয়টার দিকে তাকে গুলি করা হয়েছে । খবর পেয়ে প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং ঘটনার সত্যতা যাচাই করার জন্য চেষ্টা করছে  ।

ঘটনার পর স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে সঙ্গে নিয়ে নিহতের লাশ উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত প্রশাসনিক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এই হত্যাকাণ্ডে জন্য জেএসএসকে দায়ী করেছে নিহতের পরিবার। পরিবারের দাবী, ইসলাম ধর্ম গ্রহণ করায় ওমর ফারুককে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল রোয়াংছড়ি উপজেলার সাবেক এক জনপ্রতিনিধিসহ তার সঙ্গীরা। বর্তমানে তার পরিবারও আতংকে রয়েছে।

এদিকে এই হত্যাকাণ্ডের জন্য শনিবার সকালে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জেএসএস, নও মুসলিমকে হত্যা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন