মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

fec-image

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসল্লীরা।

বৃহস্পতিবার (৯ জুন) বিকালে আছরের নামাজের পর বান্দরবানে কেন্দ্রীয় জামে মসজিদ, বাজার মসজিদ, জজকোর্ট মসজিদ, মেম্বারপাড়া মসজিদসহ জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুসল্লীরা জড়ো হয় বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে আয়োজিত সমাবেশে। সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী, বাজারজামে মসজিদের খতিব এহসানুল হক আল মঈন, জজকোর্ট মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা জালাল প্রমুখ।

কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী বলেন, মহানবীর বিরুদ্ধে কটূক্তি করে ইসলামের দুশমনরা। তি‌নি ব‌লেন, মহানবীকে নিয়ে কটূক্তিরকারী ভারতের বিজিপি নেতাদের শাস্তির দাবি জানাচ্ছি। সরকারকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ এবং ভারতকে কটূক্তিরকারীদের শাস্তির দাবি জানাচ্ছি। মহানবীর উম্মতদের জোটবদ্ধভাবে মহানবী হযরত মুহাম্মদ সা. এর সম্মান রক্ষায় কাজ করবো। মহানবীর সাথে বেয়াদবি করার ফল আল্লাহর তরফ থেকেই ককটূক্তিরকারীরা ভোগ করবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, বিক্ষোভ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন