মহানবী (সা.)’কে কটূক্তির প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
ভারতে ইসলাম ধর্ম এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)’কে নিয়ে কটূক্তির প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
শুক্রবার (২৭সেপ্টেম্বর) জুম্মাবাদ দুপুর ২টায় কাপ্তাই বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটেট সাধারণ শিক্ষার্থী ও মুসল্লিরা এ প্রতিবার সমাবেশ করে। সুইডিশ মসজিদ হয়ে আপষ্ট্রিম জেটি ঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুইডিশ ইনস্টিটিউট সমাবেশ শেষ করা হয়।
এছাড়া কাপ্তাই বড়ইছড়ি সদরে এক বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বলা হয় ভারতের বিজেপি নেতা নীতেশ রানে এবং রামগিরি মহারাজ কর্তৃক ইসলাম ধর্ম ও প্রিয় মুহাম্মদ (সা.)’কে নিয়ে কটূক্তি করা হয়। এ দুইজনের প্রকাশ্য ক্ষমা ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএফআই ডিসি জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা আনোয়ার হোসেন,বড়ইছড়ি সদর মডেল মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ সোলাইমান, মুসল্লি মো. দিলদার হোসেন, মো.ইব্রাহিম, পলিটেকনিক শিক্ষক ফয়েজ উল্লাহ্ দোয়া ও মুনাজাত করেন সুইডিশ মসজিদ ইমাম হাফেজ মুফতি আব্দুর রহমান।