মহানবী (সা) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মহালছড়িতে বিক্ষোভ

সম্প্রতি ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন জিন্দাল কতৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ইমাম/মুয়াজ্জিন পরিষদের নেতৃত্বে বাদে জুম্মার নামাজের পর এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
শুক্রবার (১০ জুন) উপজেলার বিভিন্ন এলাকার জামে মসজিদ থেকে জুম্মার নামাজ আদায়ের পর ইমাম/মুয়াজ্জিনদের নেতৃত্বে সকল ধর্ম প্রাণ মুসুল্লিরা বিক্ষোভ মিছিল করতে করতে উপজেলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইসলাম হচ্ছে পৃথিবীর শান্তির ধর্ম, ইসলাম কারো ধর্ম অনুভূতিতে আঘাত দেয় না। সম্প্রতি ভারতের বিজিবি দুই নেতা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জোর দাবি জানান ।