মহান বিজয় দিবস উপলক্ষে বিএসএফ’কে বিজিবি’র মিষ্টি উপহার
মহান বিজয় দিবস উপলক্ষে বিএসএফ’কে মিষ্টি উপহার দিয়েছে বিজিবি। সোমবার (১৬ ডিসেম্বর) পানছড়ি সীমান্তে উপহারের মিষ্টি আদান-প্রদান হয়। পানছড়ি ব্যাটালিয়ন ৩’বিজিবি’র পক্ষে মিষ্টি তুলে দেন কচুছড়িমুখ বিওপি’র সুবেদার মো: মোকলেছুর রহমান।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১২২ ব্যাটালিয়ন বিএসএফ’র সিকেবাড়ী ক্যাম্পের এসআই রাজবীর সিং উপহারের মিষ্টি গ্রহণ করেন।
এ প্রসঙ্গে অধিনায়ক পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) বলেন, দুই দেশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক এবং সীমান্তে সম্প্রীতি বজায় রাখার লক্ষে মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবি’র পক্ষ হতে বিএসএফ’কে মিষ্টি উপহার প্রদান করা হয়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দু’দেশের সীমান্তরক্ষীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃঢ় হয়।
Facebook Comment