মহান বিজয় দিবস উপলক্ষে নানিয়ারচরে জনসংহতি সমিতির পুষ্পস্তবক অর্পণ

মহান বিজয় দিবস ও লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার ৫১ বছর পূর্তি উপলক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) রাঙামাটি জেলার নানিয়ারচর শাখা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক রুপম দেওয়ান।
এ সময় অর্থ পরিচালক জ্ঞান জ্যোতি চাকমা, ইউপিডিএফ গণতান্ত্রিক ইউনিট পরিচালক জ্ঞান চাকমাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে নানিয়ারচর শাখার ইউপিডিএফ (গণতান্ত্রিক)।
ঘটনাপ্রবাহ: জনসংহতি সমিতি, নানিয়ারচর, পুষ্পস্তবক অর্পণ
Facebook Comment