মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করলো রাঙামাটিবাসী


আজ মহান বিজয় দিবস। বাঙালির গৌরবের দিন। বিজয় দিবসের এই দিনে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
এসময় পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেনসহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
এরপর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের পক্ষ থেকে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ এর ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয় বাংলাদেশ।