মহালছড়িতে দুর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগে ত্রাণ বিতরণ
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলার মাইসছড়ি ইউনিয়ন ও মহালছড়ি সদর ইউনিয়নে দুই শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণের চালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৩ আগস্ট শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার পারভীন খানম এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট/সহকারী (ভূমি) কমিশনার সিরাজুর মুনিরা কাইসান (উভয় কর্মকর্তা) এসব ত্রাণের খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম তদারকি করেন।
তাদের সহযোগিতা করেন মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মার্মা ও ১নং সদর মহালছড়ি ইউনিয়ন পরিষদের (চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে) ৫নং ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার মো. শাহাদাৎ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বার মানিক রঞ্জন খীসা ও বিনোদ বিহারী চাকমা এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা প্রয়াসী চাকমা।
এদিকে ২২ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ জামায়েত ইসলাম মহালছড়ি উপজেলার উদ্যোগে এলাকার শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী হিসাবে চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, লবণ, আটাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন বলে বাংলাদেশ জামায়েত ইসলামের মহালছড়ি উপজেলার প্রধান আলহাজ ফরিদুল আলম সওদাগর এ প্রতিনিধিকে জানান।