মহালছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীদের সংবর্ধনা

fec-image

মহালছড়ি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা জানিয়েছে মুবাছড়ি এলাকাবাসী। রোববার (২ জুন) বিকাল ২টায় মুবাছড়ি ইউনিয়নের ধনপুদি বাজারে সংবর্ধনার আয়োজন করে মুবাছড়ি এলাকাবাসী।

৩য় ধাপে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি বিমল কান্তি চাকমা।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।

নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সুইনুচিং চৌধুরী।

নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা মহালছড়িবাসী ও নির্বাচনে সম্পৃক্ত সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচনে উপলব্ধি করতে পেরেছি, এবারের নির্বাচনে ঐক্যের প্রতিফলন ঘটেছে, সম্প্রীতির প্রতিফলন ঘটেছে।

তিনি বলেন, এলাকার শান্তি ও সম্প্রীতি রক্ষা করতে সাধ্যমতো চেষ্টা করবো। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম বাস্তবায়নে হবে এবং জন-গুরুত্বপূর্ণ কাজ ও বিগত সময়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জনসংহতি সমিতির মহালছড়ি উপজেলা শাখার সভাপতি নীল রঞ্জন চাকমা, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা, ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান রুপেন্দু দেওয়ান, উপজেলা আওয়ামী লীগ নেতা দীপন ধর এবং বিভিন্ন রাজনৈতিক ও সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন