মহালছড়ি জোন কর্তৃক গাঁজাসহ ইউপিডিএফের সদস্য আটক


খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ইউপিডিএফ মূল গ্রুপের সদস্যকে প্রায় ১৫ কেজি গাঁজাসহ আটক করেছে মহালছড়ি জোন।
রবিবার (১৬ জুন) মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার লেমুছড়ির মধ্যপাড়া এলাকা থেকে মহালছড়ি জোনের একটি টহল দল অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে আটক করে।
আটককৃত ইউপিডিএফ সদস্য ক্ষেত্র চাকমা (৪৫) মধ্য লেমুছড়ির চৌধুরী চাকমার ছেলে।
আটকৃত ব্যক্তিকে গাঁজাসহ মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে এর আগেও ইপিডিএফ মূল এর অধ্যুষিত এলাকায় অভিযান পরিচালনা করে শত শত একর গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়।
মহালছড়ি থানার ওসি মো. নাছির উদ্দিন জানান, আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ, মহালছড়ি জোন
Facebook Comment