parbattanews

মহালছড়ি জোন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের রজতজয়ন্তীতে খাগড়াছড়ি জেলার মহালছড়ি জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) উপজেলার চৌংড়াছড়ি প্রাথমিক বিদ্যালয়ে গরিব অসহায় প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক হিসেবে খাতা, কলম, পেন্সিল, রাবার, স্কেল, পেন বক্স ইত্যাদি বিতরণ করা হয়।

মহালছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসির পক্ষে কেংগালছড়ি সাবজোন থেকে লেফট্যানেন্ট শেখ আব্দুল্লাহ মারজুক উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক বিতরণ এবং সকলের সাথে কুশলাদি বিনিময় করেন।

এসময় শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্কুল শিক্ষক, হেডম্যান, কারবারিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই শিক্ষা সামগ্রী পেয়ে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের শিশুদের মুখে আনন্দের হাসি ফোটে।

চৌংড়াছড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুপ্তা বড়ুয়া জানান, সেনাবাহিনীর এমন মহতী উদ্যোগে শিশুরা লেখাপড়ায় আরো আগ্রহী হবে।

পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখার মহতী উদ্দেশ্যে মহালছড়ি জোন সর্বদা নানা রকম সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এলাকার কারবারিদের সাথে কথা বলে জানা যায়, মহালছড়ি জোনের প্রতি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং অভিভাবকগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

Exit mobile version