মহালছড়িতে ইউএনও’র অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ব্যবসায়ীদের ধর্মঘট
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারকে অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ব্যবসায়ীদের ধর্মঘট।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল থেকেই ওষুধের দোকান, কাঁচাবাজার, মাছ ও মাংসের দোকান ব্যতীত সব দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।
ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ বলেন, ইউএনও অপসারণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে।
প্রসংগত, গত ১৭ জুলাই দোকানে মাটি ভরাট করার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার। এ ঘটনাকে কেন্দ্র করে যত্রতত্র জরিমানা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ইউএনও’র অপসারণের দাবিতে মহালছড়ি বাজার ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি ঘোষণা দেন।
ঘটনাপ্রবাহ: অপসারণ, ইউএনও, ধর্মঘট
Facebook Comment