মহালছড়িতে জমে উঠেছে গরুর হাট

fec-image

মহালছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মহালছড়িতে চলমান কঠোর লকডাউনের মধ্যেও জমজমাটভাবেই গরুর বাজার বসেছে। ১৩ জুলাই মঙ্গলবার হাটের দিনে কঠোর লকডাউন চলমান থাকলেও ক্রেতা-বিক্রেতার প্রচুর ভীড় লক্ষ্য করা গেছে। হাজারের অধিক গরু-ছাগল উঠেছে এ হাটে। ক্রেতার উপস্থিতিও মোটামুটি ছিলো।

তবে, ছোট গরুগুলো আগে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন মাইসছড়ি এলাকার বিক্রেতা আবুল খায়ের। মুবাছড়ি ইউনিয়নের ব্রিজপাড়া গ্রামের খামারি এ হাটে সবচেয়ে বড় গরু তোলা অরুণ ত্রিপুরা বলেন, বাইরে থেকে পাইকার আসতে না পারায় বড় গরু গুলো বিক্রি হচ্ছেনা। তিনি আরো বলেন, ক্রেতারা তাঁর গরুটার দাম ১ লক্ষ ৭৮ হাজার পর্যন্ত বলেছেন কিন্তু তিনি ২ লক্ষ টাকা না হলে বিক্রি করবেন না বলে জানিয়েছেন।

মো: সেলিম নামের এক ক্রেতা বলেন, ৯৪ হাজার টাকা দিয়ে তিনি একটা গরু কিনেছেন। হাটে গরুর দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একেবারে কমও না বেশিও না মোটামুটি মাঝামাঝির মধ্যেই আছে। মহালছড়ি বাজারে গরু বাজারের ট্যাক্স আদায়কারী রুপম দেবনাথ বলেন, আসন্ন কোরবানী ঈদের কারণে মোটামুটি গরু-ছাগল উঠেছে। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে গরুর বাজার বসানো হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন