parbattanews

মহালছড়িতে দুলালের পাশে দাড়াঁলো “আলোর ফেরিওয়ালা”

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে আলোর ফেরিওয়ালা সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার চোংড়াছড়ি গ্রামের বাসিন্দা হাত হারানো দুলালের বাড়িতে গিয়ে নগদ অর্থ সহযোগিতা করে আলোর ফেরিওয়ালা টিমের সদস্যরা।

দুলাল চোংড়াছড়ি গ্রামের মৃত এন্তাজ আলীর সন্তান। সে গত ১৭ আগস্ট মহালছড়ি বরফ কলে বরফ ভাঙ্গতে গিয়ে তার ডান হাত কলের ভিতর ঢুকে গেলে হাতের কুনি পর্যন্ত কাঁটা পরে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলো দুলাল। তার হাত কেঁটে যাওয়াতে পরিবারটি এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। এই অবস্থায় আলোর ফেরিওয়ালা সংগঠনের উদ্যোগে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ সংগ্রহ করে দুলালের বাড়িতে গিয়ে নগদ অর্থ সহযোগিতা করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন আলোর ফেরিওয়ালা সংগঠনের সভাপতি আলমগীর হোসেন জনি, সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ রিপন ওঝা সহ সংগঠনের অন্যান্য সদস্যারা।

Exit mobile version