parbattanews

মহালছড়িতে ‘পার্বত্য এলাকার জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান’ শীর্ষক মতবিনিময় সভা

মহালছড়ি প্রতিনিধি:

পার্বত্য খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলাস্থ মহালছড়ি আর্মি জোন সদরে ‘পার্বত্য এলাকার জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) মহালছড়ি  জোন আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয়  জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী, হেডম্যান, কার্বারী, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি, এলাকার শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুন্ন রেখে সকল ধর্মাবলম্বী তথা পার্বত্য এলাকার বসবাসরত সকল জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহবাস্থান এবং ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

শান্তি, সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়নের জন্য সকলকে একযোগে কাজ করার এবং  প্রত্যেকটি কাজের জন্য একজন অন্যজনের প্রতি বিশ্বাস  রেখে সকল ধরনের উন্নয়ন কাজের ধারা বজায় রাখার আহ্বান জানান। বিগত সময়ের ধারাবাহিকতায় আগামী দিনেও পাহাড়ি-বাঙ্গালী নির্বিশেষে সকল সম্প্রদায়ের ভাগ্যোন্নয়নে এখানকার শিক্ষা, স্বাস্থ্য ও আর্থ-সামাজিক উন্নয়নে ভুমিকা রাখার ঘোষণা দেন। 

মতবিনিময় সভা শেষে আমন্ত্রিত অতিথিদেরকে মধ্যাহ্ন ভোজের জন্য আমন্ত্রণ জানান মহালছড়ি জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মোসতাক আহম্মদ, পিএসসি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মহালছড়ি  জোনের জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মনজুর-ই- এলাহী, পিএসসি, খাগড়াছড়ি রিজিয়ন এর জিটুআই মেজর মো.  নাজমুস সালেহীন সৌরভ, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন ঊর্মি,  উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা,  ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি মো. রফিকুল ইসলাম, মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কাকলি খীসা, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুইতি কার্বারী, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো. জুবাইরুল হক, শিক্ষানুরাগী মো. শাজাহান পাটোয়ারি,  মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা, ক্যাংঘাট ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা প্রমুখ।

Exit mobile version