মহালছড়িতে পাহাড় কাটার দায়ে যে শাস্তি হলো ৭ ব্যক্তির

fec-image

খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমান আদালত ৭ ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোমবার (১ মার্চ) বিকেলে মহালছড়ির চৌংড়াছড়ি গুচ্ছগ্রাম এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দত্ত এবং সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আফরোজা ভূইঁয়া।

মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্ত জানান, অনুমতি ছাড়া পাহাড় কাটার দায়ে ৭ ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইনের ১৯৯৫ এর ৬ এর খ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দেশীয় সরঞ্জাম ব্যবহার করে দোষী ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ ঠিকাদারদের পাহাড়ের মাটি কেটে বিক্রি করে আসছিল বলে অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পাহাড় কাটা, মহালছড়ি, শাস্তি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন