মহালছড়িতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

fec-image

খাগড়াছড়ির মহালছড়িতে প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী ৬শত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।  শনিবার (১ মে) সকাল সাড়ে ১১টায় মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্ধী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদ সদস্য নীলোৎপল খীসা, সদস্য মংক্যাচিং চৌধুরী, সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পপাদক জুুয়েল চাকমা, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন, ,উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক রনজিত দাশ, উপজেলা যুবলীগ সভাপতি দীপন ধর, সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ, সেচ্ছাসেবকলীগ সভাপতি লিটন আচার্য্য, সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক রোকন মিয়া, সাবেক আইন বিষয়ক সম্পাদক রিপন ওঝা প্রমুখ।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিশ্ব মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার কঠোর ভূমিকা রেখে চলেছেন। করোনার এ দুর্যোগ পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী সবসময় সাধারণ জনগণের পাশে রয়েছেন। করোনা পরিস্থিতি যাতে ভয়াবহ রূপ নিতে না পারে সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন