parbattanews

মহালছড়িতে প্রান্তিক চাষীদের মাঝে ফলদ চারা বিতরণ

খাগড়াছড়ির মহালছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মিশ্র ফলদ ও কলম চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১ টায় মহালছড়ি উপজেলা টাউন হল মিলনায়তনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ২৫০ জন মিশ্র ফলদ ও কলম চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান।

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্তের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেটিনা চাকমা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফলদ ও ঔষধি বাগান পাহাড়ের অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে গেছে। খাগড়াছড়ির ফলের চাহিদা ও সুনাম এখন দেশজুড়ে। এ সুনাম ধরে রাখতে কৃষকদের আহ্বান করেন।

Exit mobile version