মহালছড়িতে বন্যা দুর্গতদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

fec-image

খাগড়াছড়ির মহালছড়িতে টানা এক সপ্তাহ যাবত ভারিবর্ষণের কারণে পাহাড়ের ঢলের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় চৌংড়াছড়ি মগপাড়ার ৩০-৩৫টি পরিবারের বসতবাড়ি জলমগ্ন হয়।

এসব পরিবারের প্রায় দুই শতাধিক লোকজনকে মহালছড়ি জোনের সেনাবাহিনী কর্তৃক ১৩ জুলাই শনিবার সকাল সাড়ে ১১টায় শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, কিছুদিন যাবত টানা ভারী বর্ষণের ফলে একদিকে পাহাড় ধসের আতঙ্ক আর অন্যদিকে পাহাড়ের ঢলের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেকের বসতবাড়ি তলিয়ে যাওয়ায় মহালছড়িতে মানুষের জীবন যাত্রা প্রায় অচল হয়ে পড়ে।

বিশেষ করে গরীব ও দুঃস্থ পরিবারগুলোর অবস্থা অবর্ণনীয়। তাই এসব বন্যা কবলিত দুর্দশাগ্রস্ত, অর্ধাহারে-অনাহারে থাকা মানুষের পাশে থাকতে সেনাবাহিনী খাবার সামগ্রী বিতরণের উদ্যেগ গ্রহণ করে। এ কার্যক্রম বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলতে থাকবে বলেও জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাদ্য সামগ্রী বিতরণ, মহালছড়িতে, সেনাবাহিনীর
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন