parbattanews

মহালছড়িতে বিএনপি কর্মীদের উপর অতর্কিত হামলা ও অফিস ভাংচুরের প্রতিবাদে খাগড়াছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Misli

মোঃ আবুল কাশেম, খাগড়াছড়ি থেকে ॥
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা আওয়ামী ও বিএনপি কর্মীদের সংঘর্ষে বিএনপি অফিস ভাংচুর, বিএনপি’র একাধিক নেতাকর্মীকে হামলা চালিয়ে গুরতর আহত করার প্রতিবাদে আজ (রবিবার) বিকালে খাগড়াছড়ি জেলা বিএনপি পৌর শহরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, জেলা যুবদলের সাধারন সম্পাদক মাহবুবুল আলম সবুজ, পৌর বিএনপি’র সভাপতি আ: রব রাজা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও জেলা যুবদল নেতা মোঃ নাসির সিকদার।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘন্টা হরতাল খাগড়াছড়িবাসী স্বত:স্ফূর্ত ভাবে পালন করছে। গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীরা স্পৃহা নিয়ে মাঠে নেমেছে। অথচ আওয়ামীলীগ জনগণের স্বত:স্ফূর্ততা দেখে ও বিএনপি আন্দোলনে ঈর্শ্বানিত হয়ে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানান নেতৃবৃন্দ।

এছাড়া বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মনীন্দ্র লাল ত্রিপুরা, আমিন শরীফ, যুগ্ম সম্পাদক ম্রাসাথোয়াই চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন পাটোয়ারী, যুব বিষয়ক সম্পাদক আইয়ুব খান, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ বাবুল মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি কামাল উদ্দিন দীপ্ত, সিনি: সহ-সভাপতি আসাদ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মীর হোসেন সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  

উল্লেখ্য, আজ (রবিবার) দুপুর সাড়ে তিনটায় মহালছড়ি উপজেলায় আওয়ামী-বিএনপি সংঘর্ষের ঘটে।

Exit mobile version