parbattanews

মহালছড়ির দুর্গম এলাকায় বন্যায় কবলিত রোগীদের চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম নুনছড়ি এলাকার থলিপাড়া নামক গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন মহালছড়ি জোনের সেনাবাহিনী।

শনিবার(২৩ জুন) সকাল সাড়ে ১০টায় মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন ইমরান জুয়েল এর নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে নুনছড়ি এলাকার থলিপাড়া নামক গ্রামে ২ শত ৫০জনের মতো নারী পুরুষকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।

আরএমও ক্যাপ্টেন ইমরান জুয়েল গণমাধ্যমকে জানান, সম্প্রতি টানা বর্ষণে সৃষ্ট বন্যার কারণে পানি বাহিত বিভিন্ন রোগে আক্রান্ত ক্ষতিগ্রস্ত গরীব ও দুস্থ পরিবারের মাঝে চিকিৎসাসেবা প্রদানের উদ্দেশ্যে দুর্গম উচুঁ নিচু পাহাড় পাড়ি দিয়ে মহালছড়ি জোনের সেনাবাহিনীর একটি টিম থলিপাড়া নামক গ্রামে গিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, সেনাবাহিনী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ে সব সময় সেবামূলক ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এলাকায় শান্তি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Exit mobile version