parbattanews

মহালছড়ি আর্মি জোন কর্তৃক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

16443213_738802402963312_1504978244_n copy

মহালছড়ি প্রতিনিধি:

পার্বত্য খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় আর্মি জোন কর্তৃপক্ষ বৃহস্পতিবার এলাকার গরীব শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।

বৃহস্পতিবার বিকাল ৪ টায় মহালছড়ি আর্মি জোনের  জোন কমান্ডার লে.কর্নেল  মো. হুমায়ুন কবির এসপিপি, পিএসসি  উপস্থিত থেকে এলাকার  গরীব শীতার্ত  ও অসহায় পরিবারের  মাঝে  প্রায় ১৫০ পিস উন্নতমানের  কম্বল বিতারণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, মহালছড়ি জোনের নবাগত জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ মো. আব্দুল্লাহ্ জুনায়েদ পিএসসি, মেজর এসএম সালে বিন সফি, ক্যাপ্টেন মোজাম্মেল সহ জোনের অফিসার বৃন্দ ও স্থানীয় সামাজিক গণমাধ্যম  ব্যক্তিবর্গ।

এদিকে এবারের শীত মৌসুমে মহালছড়ি জোনকর্তৃক প্রায় ১৪০০ পিস উন্নতমানের কম্বল এলাকার গরীব  শীতার্ত অসহায় পরিবারের মাঝে বিতারণ করেন। এসব গরীব, অসহায় শীতার্ত মানুষ ও তাদের  পরিবারের লোকজন শীতের কম্বল পেয়ে অত্যন্ত খুশি ও আনন্দিত।

কর্তৃপক্ষের এ মহতি উদ্যোগকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন এলাকার সচেতন মহলসহ গণমাধ্যম ব্যক্তিবর্গরা।

Exit mobile version