parbattanews

মহালছড়ি জোন এর উদ্যোগে দুর্গম এলাকায় চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ বিতরণ

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় দুর্গম পাহাড়ি অঞ্চলে গিয়ে গরীব ও দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করে স্বাস্থ্যসেবা প্রদান করেছেন মহালছড়ি জোন।

বুধবার(১৭ জানুয়ারি) সকাল ১০টায়  উপজেলার মাইসছড়ি ইউনিয়নের দুর্গম এলাকা নোয়াপাড়া গ্রামের  হেডম্যান এসোসিয়েশন এর কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী উপজাতি  ও বাঙ্গালীদের বিভিন্ন ধরনের আনুমাননিক ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে ঔষধ বিতরণ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি জোনের জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মাদ মনজুর-ই-এলাহী, আর এমও ক্যাপ্টেন নাহিদ নেওয়াজ।

জোন উপ-অধিনায়ক বলেন, বর্তমানে প্রচণ্ড ঠাণ্ডার কারণে মানুষের বিভিন্ন ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হতে দেখা যাচ্ছে মানুষকে। কিন্তু পাহাড়ি অঞ্চলের দুর্গম এলাকার সাধারণ মানুষ উচুঁ নিচু পাহাড় বেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা সম্ভব না হওয়ায় এসব রোগের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়। সে জন্য দুর্গম এলাকার সাধারণ গরীব মানুষের কথা চিন্তা করে জোনের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।  প্রত্যেক দুর্গম এলাকায় গিয়ে এ ধরণের স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন মহল।

Exit mobile version