parbattanews

মহালছড়ি সেনাজোন নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়ি সেনাজোন নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করেছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়।

এ দিবসটি উপলক্ষে বীর শহীদদের স্মরণে মোনাজাত ও বিশেষ প্রার্থনা, মাইসছড়ি চাইল্ড স্কুলে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিদের অংশগ্রহনে প্রীতিভোজ ও মহালছড়ি জোন একাদশ বনাম মহালছড়ি উপজেলা একাদশ এর মধ্যেকার এক জাঁকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় মাইসছড়ি চাইল্ড কেয়ার স্কুলের আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মহালছড়ি জোনের উপ অধিনায়ক মেজর আতিকুল হক।

দুপুর সাড়ে ১২টায় মহালছড়ি জোন সদরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করেন মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মেহেদি হাসান পিএসসি। এরপর প্রীতিভোজের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মেহেদি হাসান পিএসসি, মহালছড়ি উপজেলায় সদ্য নির্বাচিত চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, সদ্য নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।

বিকাল ৪ টায় মহালছড়ি জোনের স্টেডিয়ামে মহালছড়ি জোন একাদশ ও মহালছড়ি উপজেলা একাদশ এর মধ্যেকার এক জাঁকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

Exit mobile version